আগরতলা।। সারা দেশের সাথে রাজ্যেও রবিবার পালিত হয় ৫৮তম প্রকৌশলী দিবস বা ইঞ্জিনিয়ারস ডে । এই উপলক্ষে ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে । এদিন আগরতলার দশরথ দেব স্মৃতিভবনে প্রকৌশলী দিবসকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করে তিপ্রা প্রকৌশলী সোসাইটি ত্রিপুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ,বিধায়ক রঞ্জিত দেববর্মা ,তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটি ত্রিপুরার […]