আগরতলা, ২১ অক্টোবর : খোয়াই জেলার কল্যাণপুরে খুব শীঘ্রই ১৩২ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র (Sub-Station) স্থাপন করা হবে এবং এলাকার সমস্ত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার ও খুঁটি প্রতিস্থাপন করা হবে। মন্ত্রী সোমবার কল্যাণপুরের ঘিলাতলি গ্রামের মণিপুরী পাড়ায় গিয়ে ২২ বছর বয়সী প্রয়াত অজয় দেবনাথের বাড়ি পরিদর্শন করে এই তথ্য জানান।অজয় দেবনাথ একটি বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে […]
