আগরতলা, ২৯ নভেম্বর : যোগেন্দ্রনগর রেলস্টেশনে দুই নেশা কারবারি গ্রেফতার। ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে। আর এই বিতর্কে উত্তাল পরিস্থিতি। যোগেন্দ্রনগর রেলস্টেশনে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ দুই নেশা কারবারিকে আটক করেছে। শুক্রবার রাতের এই অভিযানে গ্রেফতার হয় শ্রীলঙ্কা বস্তির নাজির হোসেন এবং বিহারের শ্যাম কুমার সিং। যদিও […]
