আগরতলা:কুমারঘাটে রাজ্য ভিত্তিক ”থারলাক কুট” উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ অন্যান্যরা।রাজ্যস্তরীয় থার্লাক কুট–২০২৬-এ মুখ্যমন্ত্রী। ডার্লং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল উৎসব রাজ্য স্তরীয় থার্লাক কুট– ২০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা রেল যোগে বৃহস্পতিবার কুমার ঘাটে পৌঁছান।কুমার ঘাট রেল স্টেশন থেকে তিনি সোজা চলেযান দারচই এলাকায়। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান ডার্লং সম্প্রদায়ের […]
