আগরতলা।।পরিকল্পনা ও পরিসংখ্যানের দিক দিয়ে রাজ্যের ৮ টি জেলাই ভালো কাজ করছে। ফ্রন্ট রানারের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে গোমতী জেলা ৭৮.৭৯ স্কোর করে তৃতীয় স্থানে রয়েছে,৭৭.৬৪ স্কোর করে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিম জেলা । জনগণ কেন্দ্রিক নীতি নির্ধারণ ও কাজের ফলেই এই প্রগতি সম্ভব হয়েছে । শুক্রবার পরিসংখ্যান এবং পরিকল্পনা দপ্তরের জেলাভিত্তিক পর্যালোচনা […]