আগরতলা: সিপিএম নেতৃত্বের উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি-র কাছে স্মারকলিপি। সোমবার দলের তরফে পশ্চিম জেলার পুলিস সুপারের কাছে ডেপুটেশন দেয় ৬ জনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা সমর চক্রবর্তী, মধু সূদন দাস, কৃষ্ণা রক্ষিত, শ্যামল দে, ঝলক মুখারজি সহ অন্যরা। তারা এস পির কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা […]