আগরতলা।।দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিকের শেষকৃত্য সম্পন্ন হল সোমবার। রবিবার বিকালে দিল্লীর এইমস্ এ প্রয়াত হন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক। সোমবার বিকেল তিনটার পর প্রয়াত দত্ত ভৌমিকের মরদেহ কফিনবন্দি হয়ে পৌঁছায় রাজ্যে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ দৈনিক সংবাদের সমস্ত স্তরের কর্মী, পরিবার পরিজনরা। এরপর প্রয়াত দত্ত […]