Posted inখেলাধুলা

আইসিএ দপ্তর ও জে আর সি-রবন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রেখেই চলেছে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। এবারও হারালো তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্রিকেট টিমকে। রবিবার ভোলাগিরি স্টেডিয়াম গ্রাউন্ডে জেআরসি দল বন্ধুত্বপূর্ণ-প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর রিক্রিয়েশন টিমের। দারুণ বিষয় হলো টসে জয়লাভ করে তথ্য ও সংস্কৃতি দপ্তর দলের অধিনায়ক তথা অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য […]