আগরতলা:দেশব্যাপী ধর্মঘট আগামী ১২ ই ফেব্রুয়ারি।আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর যৌথ মঞ্চ এবং অন্যান্য কর্মচারী ও কৃষক সংগঠনগুলোর ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালিত হবে।ধর্মঘটের মূল কারণ শ্রম কোড বাতিল করা। পাশাপাশি শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি এবং ২৬ হাজার টাকার নূন্যতম বার্ষিক বেতনের মত দাবিও করা হয়েছে।রাজ্য এ ধর্মঘট সর্বাত্মক সফল করার প্রয়াসে বাম […]
