Posted inখেলাধুলা

রাজ্য অনূর্ধ্ব -‌ ১৫ দাবায় চ্যাম্পিয়ন শাক্য, আরাধ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো শাক্য সিংহ মোদক এবং পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। দুদিনব্যাপী রাজ্য অনূর্ধ্ব ১৫ দাবা প্রতিযোগিতায়। রবিবার এন এস আর সি সি-‌র দাবা হল ঘরে আসরের শেষ দিনের খেলা হয়। বালক বিভাগের ৬ রাউন্ডে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শাক্য সিংহ মোদক। সম সংখ্যক পয়েন্টে […]