Posted inরাজ্য

বোধজং স্কুল এলা মনির ১৯ তম পূন র্মিলন উৎসব অনুষ্ঠিত

আগরতলা, ১৮ জানুয়ারি:ত্রিপুরা রাজ্যের অন্যতম বনেদি স্কুল হলো বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিবছরের মতো এবারও বোধজং স্কুল এলামনির ১৯ তম পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়।রবিবার বোধজং স্কুল প্রাঙ্গনে এলামনির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন বোধজং এলামনির বাৎসরিক ম্যাগাজিন কালক্রমের ১৯ তম সংকলনের প্রকাশ করা হয়। বর্তমান ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ প্রদানে যে সকল প্রাক্তনী ও […]