আগরতলা।সূর্যমনি নগর বিধান সভার অন্তর্গত মধ্য ডুকলি ঘোষ পাড়া সুভাষ নগরের শিব কালী মন্দিরে ৬১ তম স্বর্ণ জয়ন্তী পূর্তি উপলক্ষে এক রক্ত দানের শিবিরের আয়োজন করেন।উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ডল সভাপতি মান্তু দেবনাথ,এলাকার দুই কাউন্সিলার উদয় ভাস্কর চক্রবর্তী, সুশান্ত চন্দ ভৌমিক সহ অন্যান্যরা। প্রতিবছরই এই শিব কালী মন্দিরে ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত […]
