আগরতলা।।হর ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশী এই বার্তাকে সামনে রেখে প্রদেশ বি জে পি কার্যালয়ে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান উপলক্ষ্যে এক কর্ম শালার আয়োজন করা হয়। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা,উত্তরপূর্বাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত গুজরাটের সাংসদ দবল পেটেল। এছাড়া ছিলেন আসাম ও ত্রিপুরার সংগঠন […]