আগরতলা:বিশালগড় থানার ওসি নেতৃত্বে মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হয় গাঁজা বাগান ধ্বংস অভিযান।ঘটনা বিশালগড় থানার অন্তর্গত বংশী বাড়ি এডিসি ভিলেজের রঘুনন্দন পাড়া ও জগত রাম পুর এলাকায়।এই সমস্ত এলাকা গুলোতে প্রচুর পরিমাণ গাঁজা লাগিয়েছে চাষিরা। ৭০ টি প্লটের মধ্যে প্রায় তিন লক্ষ প্রি ম্যাচুরিটি গাঁজা গাছ ধ্বংস করা হয়। সিপাহী জলা জেলার এস পি’র […]
