আগরতলা।।জনজাতি ও বাঙালিদের মিশ্র সংস্কৃতিতেই বিকশিত ত্রিপুরা গড়া সম্ভব। সব জাতিকে একসঙ্গে থাকতে হবে। সব জাতির লোক একসঙ্গে বসবাস করলেই বিকশিত ত্রিপুরা গড়া সম্ভব। বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শনিবার আগরতলায় সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে জনজাতি গৌরব বর্ষ উপলক্ষে এক অনুষ্ঠান হয়। সেখানে এই কথাগুলি বলেন অনুষ্ঠানের […]