আগরতলা : ভারত বিকাশ পরিষদ নর্থইস্ট রিজনের প্রথম কার্যকর্তা সম্মেলন শনিবার থেকে আগরতলার ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে। দুইদিন ব্যাপী এই সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে সংগঠনের কার্যকর্তারা অংশগ্রহণ করেছেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী সুরেশ জৈন। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থইস্ট রিজনের রিজনাল প্রেসিডেন্ট ডা. এম প্রেমজিত সিং, […]
