Posted inরাজ্য

রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই

আগরতলা : রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর–০১-এর কাছে পে অ্যান্ড ইউজ টয়লেট সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করে জিআরপি পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ কথিত নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয়েছে। আটক দুই ব্যক্তির পরিচয় বিপ্লব দেববর্মা (৩৭), পিতা রাজকুমার দেববর্মা, বাড়ি দাও দারানি পাড়া (সিমনা), থানা সিধাই, পশ্চিম জেলা, […]