আগরতলা: কেন্দ্রীয় বাজেটকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ধন্যবাদ রেলি করলো ভারতীয় জনতা পার্টি। শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় ধন্যবাদ রেলি করে শাসক দল। এদিন টাউন বড়দোয়ালি ও আগরতলা মণ্ডলের তরফে হয় সুবিশাল ধন্যবাদ রেলি পৃথক পৃথক জায়গায়। এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি […]