আগরতলা ।।মানুষের জ্ঞান বা শিক্ষা বৃদ্ধির জন্য পৃথিবীতে যে সকল উপায় আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, সংবাদ-পত্র তাদের মধ্যে শ্রেষ্ঠ । ‘সংবাদ পত্রের’ নামকরণ বিচার করলেই বোঝা যায় যে, বহু পূর্বে সংবাদ প্রচারই একমাত্র কাজ ছিল প্রকাশিত সংবাদপত্র গুলোর। কিন্তু আজকাল সংবাদ প্রচার ছাড়াও বহু কাজ সংবাদ-পত্রের মাধ্যমে সাধিত হচ্ছে। বহু চিন্তাপূর্ণ, দেশ ও সমাজ-হিতকর গদ্য […]