আগরতলা।।আসছে উৎসবের মরশুম। তার আগে অবৈধ বাজির কারবারিরা নানা রকম অবৈধ বাজি আনতে শুরু করেছেন। অভিযোগ এখন থেকেই শব্দ বাজি মজুদ করে উৎসবের দিনগুলিতে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা তাদের । যদিও পুলিশি অভিযানে অন্তত একটি ক্ষেত্রে ব্যর্থ অবৈধ বাজির কারবারিরা। আমতলী থানার পুলিশ পাচারকালে ১০ কার্টুন শব্দ বাজি বাজেয়াপ্ত করেছে। এর মূল্য প্রায় ১০ […]