আগরতলা।।শহর আগরতলায় এখন বিগ বাজেটের পুজো উদ্যোক্তা ক্লাবগুলি আনুষ্ঠানিক ভাবে খুঁটি পূজা করছে। শুক্রবার খুঁটিপুজোর মধ্য দিয়ে মন্ডপ নির্মাণের কাজ ভাবে শুরু করলো রাজধানীর অন্যতম বনেদি ক্লাব লালবাহাদুর বেয়ামাগার । শাস্ত্র মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় লাল বাহাদুর ব্যয়ামাগারের খুঁটিপুজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন লাল বাহাদুর […]