আগরতলা: আগাম টাকা নিয়েও এখন প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রকল্পের আবাসনে মিলেনি ঘর। অভিযোগ এখনও লাইট হাউসের কাজ সম্পন্ন হয়নি। কবে নাগাদ ঘর মিলবে এরও কোন সদুত্তর মিলছে না সুবিধাভোগীদের। ফলে হতাশ তারা। তাই একপ্রকার বাধ্য হয়ে সুবিধাভোগীরা টুডা অফিসে গিয়ে টুডার যুগ্ম সচিবের সাথে সাক্ষাৎ করেন মঙ্গলবার। সুবিধাভোগীরা দাবি জানান সরকারের কোন সমস্যা থাকলে, […]