আগরতলা: ট্রেনে গাঁজা পাচার করতে গিয়ে ফের আটক এক ব্যক্তি।শনিবার ধৃতকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে।শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে জিআরপি এবং আর পি এফ যৌথভাবে একটি অভিযান চালায়।সেই অভিযান কালে আমতলী বৈষ্ণবটিলা এলাকার রাজ কুমার সরকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তার কাছ থেকে ২১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা […]