আগরতলা: রাজ্যের রাবার চাষি ও বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ দেওয়াই লক্ষ্য। এই লক্ষে রাবার কম্পোনেন্ট এক্সপো হয় শুক্রবার। এদিন রাজধানীর হাপানিয়াস্থিত মেলা প্রাঙ্গনে হয় এই প্রদর্শনী ও মেলা। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক। তিনি জানান এই ধরনের প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো রাজ্যে রাবার চাষী ও বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করা। যাতে করে […]