আগরতলা: প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার তরফে আগরতলায় আলোচনাসভা।স্ব-শক্তিকরণ জনজাতি, স্বশক্তিকরণ ত্রিপুরা-এই শ্লোগানকে সামনে রেখে জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে উপস্থিত থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন জনজাতি মোর্চার নেতৃত্ব, এমডিসি, জনজাতি বিধায়ক, বিধায়িকা সকলে সম্মিলিত ভাবে এইদিনের সভার আয়োজন করেছে। সভার মূল উদ্দেশ্য হল বিজেপি সরকার […]