আগরতলা।দুর্গা পূজা এবং বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে জুলুমবাজি চলছে। এই অভিযোগে ডিজির কাছে ডেপুটেশন দিলো ত্রিপুরা মজদুর মনেটিং সেলের নেতৃত্ব। তাঁরা অভিযোগ করেন ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রাস্তায় গাড়ী থামিয়ে বিভিন্ন ক্লাব এবং শ্রমিক সংগঠন বিশ্বকর্মা ও দূর্গা পূজার নাম দিয়ে জোর পূর্বক চাঁদা দাবি করা হচ্ছে। ড্রাইভার ভাইরা না দিলে তাদের মারধর করছে এবং […]