আগরতলা।।উৎসবের মরশুম কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। দীপাবলির পর এখন ভাইফোঁটা। শুধু বাঙালিদের মধ্যেই নয়, সারা দেশেই এই উৎসব পালিত হয়। তিথি অনুযায়ী বুধবার ভাই ফোঁটা। বোনেরা ভাই এর মঙ্গল কামনায় ফোটা দেন। ভাইরাও বোনদের রক্ষা করার প্রতিশ্রুতিবধ্য হন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,যম দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা,আমি দিই আমার ভাইকে ফোঁটা।যমুনার হাতে […]
