Posted inরাজ্য

ঊনকোটি জেলা ভিত্তিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ভগবান চন্দ্র দাস

কুমারঘাট: মহিলারা স্বাবলম্বী না হলে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মহিলা সশক্তিকরনে বিভিন্ন উদ্যোগ করেছেন। এরমধ্যে অন্যতম স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে নারী ক্ষমতায়ন। “দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি” এই ভাবনায় কুমারঘাট পি ডব্লিউ ডি ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হলো ঊনকোটি জেলা ভিত্তিক ২য় সরস মেলা। এ দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক […]