আগরতলা ।।শুধু ঘটা করে বৃক্ষ রোপন করলেই হবে না। এর রক্ষণাবেক্ষন করতে হবে। তাতে সবাইকে হবে। বললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়। এক পেড় মাকে নাম কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন। শুক্রবার এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন রাজধানীর অদূরে দুর্জয়নগর এলপিজি গোডাউন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির […]