আগরতলা।। বিরোধী দলের সমার্থক হওয়ায় দুষ্কৃতী হামলার অভিযোগ। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারিপাড়া এলাকায় এক বাড়িতে ও দোকানে দুষ্কৃতী হামলা। অভিযোগের তীর বিজেপির দিকে। গৃহকর্তার নাম হরি বণিক। গৃহিনী স্বপ্না বণিক স্বীকার করেন, উনার পরিবার সিপিএমের সমর্থক বলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এর আগেও বেশ কয়েকবার উনার বাড়িতে ও টিফিনের দোকানে হামলা হয়েছে। বৃহস্পতিবার […]