আগরতলা।।বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সরাসরি বিরোধিতা করলো বিজেপি। প্রদেশ বিজেপির বক্তব্য, ত্রিপুরায় সার্বিক ভাবে উন্নয়ন হচ্ছে। বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তাই রাজ্যবাসী বন্ধের বিরোধিতা করবে। বিজেপি সবসময়েই কর্মনাশা সর্বনাশা ধর্মঘটের বিরোধী। বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ বামপন্থীদের ডাকা ধর্মঘটের তীব্র বিরোধিতা করলো প্রদেশ বিজেপি। তাদের বক্তব্য রাজ্যবাসী বন্ধের বিরোধিতা করবে। তার জন্যে বিজেপিকে পৃথকভাবে […]