আগরতলা।। সতেরোশো খ্রিস্টাব্দে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এর জীবনী নিয়ে ব্যাপক প্রচারে যাচ্ছে বিজেপি। আগামী ২১ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিটি জেলা ও মণ্ডল স্তরে নানা কর্মসূচি পালিত হবে। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে রানী অহল্যাবাই হোলকার এর ৩০০ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে এক কর্মশালা হয়। সেখানে অহল্যাবাই এর জীবনে, তাকে নিয়ে কি ভাবে প্রচার চালানো […]