Posted inরাজ্য

রীতিনীতি মেনে প্রতিবছরের মতো এবারো রাজধানীর হাওড়া নদীর বিভিন্ন জায়গায় হয় বারুণী স্নান

আগরতলা: রীতিনীতি মেনে প্রতিবছরের মতো এবারো রাজধানীর হাওড়া নদীর বিভিন্ন জায়গায় হয় বারুণী স্নান। প্রচুর ভক্ত সমাগম ঘটে।চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূন্যার্থীরা ধর্মীয় রীতিনীতি মেনে বারুণী স্নান করেছেন। রাজ্যের সর্বত্রই এই চিত্র পরিলক্ষিত হয়েছে। চৈত্রমাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে বহুশত সূর্যগ্রহনের জন্য […]