আগরতলা: ফাঁড়ির পুলিসের অভিযানে জালে উঠল দুই কুখ্যাত চোর। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১ টি স্কুটি ও ৩ টি বাইক। ১ ফেব্রুয়ারি কান্তি দাস নামে এক ব্যক্তি পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানান বটতলা এলাকা থেকে উনার বাইকটি চুরি হয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি তদন্তকারি দল গঠন করা হয়। ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে […]