আগরতলা।।এডিসি রাজ্য সরকারের হাতের পুতুল হয়ে থাকলে আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয়। এডিসি কে সরাসরি অর্থ প্রদান করা হোক। বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এডিসি দিবস উপলক্ষে প্রতি বারের মতো এবারেও আগরতলায় কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ১৯৮৪ সালের এমনই দিনে ত্রিপুরা অটোনমাজ বডি তথা এডিসি গঠনের ঘোষণা […]