Posted inরাজ্য

পথচলতি লোকজনকে গরম থেকে নিস্তার দিতে জলছত্রের ব্যবস্থা

আগরতলা: চৈত্রের কাঠফাটা রোদ। ঘর থেকে বের হলেই গরম অনুভূত হচ্ছে। এই অবস্থায় পথ চলতি লোকজনকে নিস্তার দিতে জলছত্রের আয়োজন। আগরতলা পুর নিগমের ১৫ নং ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাসের উদ্যোগে বর্ডার গোল চক্কর এলাকায় শুক্রবার জল ছত্রের আয়োজন করা হয়। এইদিন পথ চলতি জনগণকে বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি ঠান্ডা পানীয় প্রদান করা হয়। উপস্থিত ছিলেন […]