Posted inরাজ্য

দাবি আদায়ে আন্দোলনে পেনশনাররা

আগরতলা: দাবি আদায়ে আন্দোলনে নামলো গভর্ণমেন্ট পেনশনার্স এসোসিয়েশন ত্রিপুরা। শুক্রবার সংগঠনের তরফে আগরতলা শহরে হয় দুই ঘণ্টার গণ অবস্থান। ২৩ দফা দাবিতে এদিন রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅবস্থান করেন পেনশনাররা। সংগঠনের নেতৃত্ব জানান, দাবি আদায়ে সরকারের গোচরে বিভিন্ন নেওয়া হলেও কোন সুরাহা হয়নি। তারা জানান মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তাদের […]