আগরতলা: বিপুল পরিমাণ ড্রাগস সহ এক নেশাকারবারি জালে। এডিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক নেশাকারবারিকে আটক করল এডিনগর থানার পুলিশ। এডিনগর থানার ওসি জানান মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ক্যাম্পের বাজার সিপার্ড রোড এলাকার বাসিন্দা বিপ্লব দে ড্রাগসের ব্যবসার সাথে যুক্ত। তার বাড়িতে বিপুল পরিমাণ ব্রাউন […]