Posted inবিনোদন

নব অঙ্গীকারের শিশুমেলা ও রক্তদান উৎসব শুরু ১১ই

আগরতলা : শিশুদের মানসিক ও সার্বিক বিকাশের লক্ষ্যকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত শিশুমেলা ও রক্তদান উৎসব। এবছর ১৭তম বছরে পদার্পণ করেছে এই ঐতিহ্যবাহী সামাজিক সংস্থার মহতী উদ্যোগ, যা প্রতি বছরই সমাজে মানবিকতা ও সৃজনশীলতার বার্তা বহন করে চলেছে। এবছর শিশুমেলার পাশাপাশি রক্তদান উৎসব আয়োজন […]