আগরতলা: রাজধানীতে ভিআই পি সড়কে টায়ার জ্বালিয়ে ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ টিএসএফ-র। দাবির প্রতি সমর্থন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের। সার্কিট হাউসের সামনে টিএসএফ-র আন্দোলনস্থলে যান তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ।ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন। পূর্ব ঘোষণা মতো শুক্রবার রাজ্যে ধর্মঘটের ডাক দেয় টি এস এফ। সেই মতো […]