বিলোনিয়া।। শুক্রবার বিলোনিয়া সফরে এসে ঝড় তুললেন কেন্দ্রিয়মন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগানের উপস্থিতিতে তিরঙ্গা রেলি অনুষ্ঠিত হলো বিলোনিয়াতে। হিন্দু, মুসলিম, জনজাতি অংশের মানুষেরা এই রেলিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্ৰহন করে । রেলিতে তথ্য সম্প্রচার ও সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান থেকে শুরু করে রাজ্যের সংখ্যালঘু ও সমবায় মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, […]