জিবি বাজার এলাকাকে যানজট মুক্ত করতে এক প্রকার লোক দেখানো অভিযান চালায় ট্রাফিক। অবৈধ ভাবে রাখা বাইক নিয়ে যায়। রাজধানীর ব্যস্ততম এলাকা গুলির মধ্যে একটি হল জিবি বাজার এলাকা। বুধবার আগাম ঢাক ঢোল পিটিয়ে জিবি বাজারকে যানজট মুক্ত করতে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এডিশনাল ট্রাফিক এস.পি স্বপন সরকারের নেতৃত্বে চালানো হয় এই অভিযান। বলতে গেলে […]