আগরতলা।।রাজধানীর জিবি হাসপাতালে চোর ছিনতাইবাজদের উৎপাত ক্রমশ বাড়ছে । অভিযোগ এখানে মানুষের জীবন সম্পত্তির কোনো নিরাপত্তা নেই। একেতো চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। এখন টাকা পয়সা, মোবাইল, নিয়ে জিবি তে যাওয়াটাই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। চোরের দল এতটাই তৎপর। প্রায়ই ঘটছে চুরির ঘটনা। অম্পি থেকে মঙ্গলবার এক মহিলা জিবি হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। টিকিট কাউন্টারে টিকিট […]