আগরতলা।।গত ২২ অগাস্ট রাতে রামনগর চার নম্বর রোড এলাকায় একটি দোকানে চুরির ঘটনায় পুলিশ ৩ যুবককে আটক করেছে। ধৃতরা হলো গৌতম সরকার, প্রীতম শীল ও রাজু বিশ্বাস। মঙ্গলবার সদরের এসডিপিও দেব প্রাসাদ দাস পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান। পাশেই ছিলেন থানার ওসি রানা চ্যাটার্জি। তবে এই চুরির ঘটনায় আরো এক […]