আগরতলা।।স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্ম বলিদান দিবস পালন করা হলো আগরতলায়। ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি প্রতিবারের মতো এবারেও এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে । সোমবার সকালে তারা মিছিল করে আগরতলা শহর পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রসাদের সামনে যান। সেখানে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন । ১৯০৮ […]