Posted inরাজ্য

কৈলাসহরের চিরাকুটীতে ভয়াবহ যান দুর্ঘটনায় হত চার

আগরতলা।।ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। কৈলাশহর চিরাকুটীতে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। । বুধবার রাত আনুমানিক ১২টা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি,দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি। আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার জেরে […]