আগরতলা: আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার। রাজ্যের ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবার চালু হল আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন। সাপ্তাহিক এই ট্রেন যাবে প্রতি রবিবার দুপুরে। আনুষ্ঠানিক ভাবে রবিবার এই কার্গো ট্রেনের যাত্রা শুরু হয়। এদিন আগরতলা রেল স্টেশনে হয় অনুষ্ঠান। সবুজ পতাকা নেড়ে আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেনের […]