আগরতলা।।মহিলারাও এখন পুরুষদের সঙ্গে ড্রাগস্ এর নেশার কারবারে সমান ভাবে জড়িয়ে পড়েছে। আমতলী থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে মতিনগর এলাকা থেকে মীনা বেগম নামে এক মহিলার বাড়ি থেকে ২১ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে । একইসঙ্গে ওই মহিলাকেও আটক করা হয়। উদ্ধারকৃত ব্রাউন সুগার এর কালো বাজারে মূল্য লক্ষাধিক টাকা বলে ওসি জানিয়েছেন । […]