আগরতলা: ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল অস্মিতা সিটি লীগের। সাঁতার এবং জুডো এই দুইটি ইভেন্টে মহিলাদের খেলো ইন্ডিয়া অস্মিতা লীগ প্রতিযোগিতা হয় রবিবার। প্রতিযোগিতার আয়োজন করে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স। উদ্বোধনি অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং […]