আগরতলা।।প্রতিবারের মতো এবারেও রাজধানীর জগন্নাথজীউ মন্দিরে অনুষ্ঠিত হলো অন্নকূট উৎসব। বুধবার এই উৎসবে ব্যাপক সংখ্যক ভক্তবৃন্দ অংশ নেন। সকাল থেকে শুরু হয় নাম সংকীর্তন। এদিকে মন্দিরের সেবায়েতরা পূজার আয়োজনে নেমে পড়েন। এই অন্নকূট উৎসবে কম করে ১০৮ পদের রকমারি ব্যাঞ্জন দিয়ে ভোগ নিবেদন করা হয়। প্রভু জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে ভোগ নিবেদন করা হয়। […]
